বিপর্যয় এলেই কেবল আলোচনাটা উঠে। সাফল্যের সময় মেলে না বাহবা। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনের জায়গটা এমনই যে, বাংলাদেশ দলের সামগ্রিক বিপর্যয়ে তার চেয়ার নিয়ে হয় টানাটানি।
আবার দল সাফল্য পেলে মিনাহাজুল আবেদীন হয়ে যান আড়াল। তবে এবারের বিশ্বকাপে বাংলাদেশে ভরাডুবি এমনই যে মিনহাজুলের সব আদ্যোপান্তই টানা হচ্ছে। যার সারাংশ হচ্ছে, সাফল্যের চেয়ে তার ব্যর্থতার পাল্লাই ভারী। বিশেষ করে বৈশ্বিক প্রতিযোগিতায় সাফল্য যেন তাড়া করে বেড়াচ্ছে। তাতে প্রধান নির্বাচক পদে তাকে রাখা হবে কিনা তা নিয়েই চলছে আলোচনা। সেই আলোচনায় এবার যোগ দিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
ভারত বিশ্বকাপে দলের বিপর্যয় মাঠ থেকে দেখেছেন তিনি। তাইতো প্রধান নির্বাচকের পদ থেকে মিনহাজুল আবেদীনের বদলের দাবিও তুললেন। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আশরাফুল বলেছেন, ‘অবশ্যই (বদল চাই)। একটা মানুষ ১২ বছর ধরে আছেন। শুধু আমি নই বিশ্বে সব জায়গায়। হয়তো আমি আরেকবার বলেছিলাম। তিনি উদাহরণ দিয়েছিলেন অস্ট্রেলিয়ার একজন ছিলেন। তখন অস্ট্রেলিয়া টানা ১২–১৩ টেস্ট জিতেছিল। ওটা হিসাব করবেন না।’
আইসিসির ইভেন্টে মিনহাজুলের ভরাডুবি প্রসঙ্গে আশরাফুল যোগ করেন, ‘আমাদের সবশেষ তিনটি আইসিসির ইভেন্ট ভালো হয়নি। এবারও ভালো হয়নি। দুটি ম্যাচ জিতে আটে আছি। এ কারণে অবশ্যই নতুন মেধার দরকার। এটা লম্বা সময়ে থাকার পজিশন নয়। এটা ২–৪ বছর থাকার পজিশন। নতুন মানুষ এলে নতুন ভাবনা আসবে। ২৩ বছরে ১০–১২ কোচ কেন পরিবর্তন করলাম। নতুন কিছু চিন্তার জন্যই তো পরিবর্তন করেছি।’
নির্বাচক প্যানেলে আশরাফুল নতুন মুখ দেখতে চান। তবে প্রধান নির্বাচক পদ অলংকরণের মতো যথেষ্ট মেধা আছে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করলেন, ‘ওই মানের কোনো খাতেই কোয়ালিটি জিনিস নেই। আপনাদের কাছে নাম জিজ্ঞেস করলে আপনারা নাম খুঁজে পাবেন না। এটাই আসলে সমস্যা। নাম না পেলেও এই লেভেলে কিছু যারা খেলেছে, তাদের সুযোগ দিলে তাহলে নতুন নতুন আইডিয়া আসবে। একই আইডিয়া নিয়ে ১২ বছর ধরে আছেন, এখন পরিবর্তন আসা উচিত।’
নিজেকে ওই পজিশনে দেখেন কিনা সেই প্রশ্নও উঠল। এখনো পেশাদার ক্রিকেট চালিয়ে যাওয়া আশরাফুল ক্রিকেটের সঙ্গেই থাকতে চান। বিসিবি থেকে প্রস্তাব পেলে ভেবে দেখার আশ্বাস তার, ‘যেহেতু আমি ২৬–২৭ বছর ধরে ক্রিকেট খেলছি। ভবিষ্যতেও আমি ক্রিকেটের সঙ্গে থাকতে চাই। এ ধরনের যদি কোনো পরিস্থিতি আসে, অবশ্যই আমি চিন্তা করব।’