প্রাক্তন বন ও পরিবেশ মন্ত্রী ও চার বারের সাবেক সংসদ সদস্য (এমপি) শাহজাহান সিরাজ মারা গেছেন (ইন্না লিল্লাহে… রাজিউন)। তিনি স্বাধীনতার ইশতেহার পাঠ করা স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন বার্থক্যজনিত রোগে ভুগছিলেন।
শাহজাহান সিরাজজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়েছেন।
১৯৪৩ সালের ১ মার্চ টাঙ্গাইলের কালিহাতীতে জন্মগ্রহণ করেন শাহজাহান সিরাজ।