বর্তমানে আফগানিস্তানের প্রেসিডেন্ট ভবন দখলে নিয়েছে তালেবানরা। কাবুলে থাকা তালেবানদের দুইজন জ্যেষ্ঠ কমান্ডার বিষয়টি নিশ্চিত করেছেন। যদিও সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। খবর আল জাজিরার।
মূলত স্থানীয় সময় সন্ধ্যায় আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে পালিয়ে যান। জানা যায় তিনি তার মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়ে তাজিকিস্তানের উদ্দেশে দেশ ছেড়েছেন। এক ফেসবুক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন শীর্ষ শান্তি আলোচক আব্দুল্লাহ আব্দুল্লাহ।
এরপরই রাতে প্রেসিডেন্ট ভবনের দখল নেয় তালেবান।
এদিকে রোববার সকালে রাজধানী কাবুলের চার দিক দিয়ে প্রবেশ করতে শুরু করে তালেবান যোদ্ধারা। তবে দলীয় নেতৃত্বের নির্দেশে কাবুলে ঢোকার মুখেই থমকে যেতে হয় তাদের। তালেবান নেতারা জানান, যারা কাবুল ত্যাগ করতে চায়, সে সুযোগ যেন তাদের দেওয়া হয়। কোনো সংঘাত নয়, বরং শান্তিপূর্ণভাবেই ক্ষমতার পালাবদল চায় তারা।
মাত্র দুই সপ্তাহের ব্যবধানে আফগানিস্তানের ৩৪টি প্রাদেশিক রাজধানীর ২৬টি দখল করে নেয় তালেবান যোদ্ধারা। রোববার তারা দখলে নেয় রাজধানী কাবুল।