জামালপুর-২ আসনের এমপি মো. ফরিদুল হক খান দুলালকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। আগামী সোমবার (৩০ নভেম্বর) থেকে সচিবালয়ে অফিস করবেন তিনি।
ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন জানিয়েছেন, প্রতিমন্ত্রী বৃহস্পতিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাবেন। সেখানে বেলা সাড়ে ১১টায় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করবেন। দুপুর আড়াইটায় গোপালগঞ্জ সদরের কেকানিয়ায় প্রয়াত ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহর কবর জিয়ারত করে ঢাকায় ফিরবেন তিনি।
জানা গেছে, বুধবার ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা প্রতিমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর অপেক্ষায় ছিলেন। প্রজ্ঞাপন জারি না হওয়ায় সচিবালয়ে যাননি ফরিদুল হক খান।