রেজাউল ইসলাম:–ফাইজার ইন্ডাস্ট্রি এবং বাইওটেক ইউরোপীয়ান ড্রাগ রেগুলেটরের কাছে কোভিড-১৯ ভ্যাক্সিনের সীমা বর্ধিত করে ১২ থেকে ১৫ বছর বয়সী বাচ্চাদেরকে অর্ন্তভুক্তির অনুমোদন চেয়ে একটি আবেদন দাখিল করেছে। এর ফলে ইউরোপের আরো কম বয়সী এবং কম ঝুঁকিপূর্ণ জনসমষ্টি প্রথমবারের মত ভ্যাক্সিন নেওয়ার সুযোগ পাবে। শুক্রবার এক বিবৃতিতে এই দুই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি উল্লেখ করেছে যে, ইউরোপীয়ান মেডিকেল এজেন্সির কাছে তাদের এই আবেদন ২০০০ জন কিশোরের উপর উচ্চতর গবেষনার ফলাফলের ভিত্তিতে করা হয়েছে যেখানে দেখা গিয়েছে ভ্যাক্সিনটি নিরাপদ এবং কার্যকর।
ভ্যাক্সিনটি বাচ্চাদেরকে দীর্ঘমেয়াদী সুরক্ষা দিবে এবং আরো দুই বছর সুরক্ষা নিশ্চিত করবে। এর আগে বাইওটেক এবং ফাইজার ১২ থেকে ১৫ বছর বয়সী বাচ্চাদের উপর এই ভ্যাক্সিন ইর্মাজেন্সী ব্যবহারের জন্য ইউএস ফুড এন্ড ড্রাগের কাছে অনুরোধ করেছিল। জার্মান স্বাস্থ্য মন্ত্রী জেন্স স্প্যান বয়স্ক শিশুদের জন্য ভ্যাক্সিনটি সবুজ সংকেত পাবে মর্মে এই খবরকে স্বাগত জানিয়েছেন। EMA কর্তৃক গত ডিসেম্বরে যখন প্রথম বার ফাইজার এবং বাইওটেকের তৈরি ভ্যাক্সিনকে সবুজ সংকেত দেয় সেই সময় ভ্যাক্সিনটি ইউরোপীয়ান ইউনিয়নভুক্ত ২৭ টি জাতির মধ্যে ১৬ এবং তদুর্ধ্বদের উপর ব্যবহারের জন্য লাইসেন্স দেওয়া হয়েছিল।