ফাইজার-বায়োএনটেকের উন্নয়ন করা মহামারি করোনার টিকার বুস্টার ডোজ ৯৫ দশমিক ৬ শতাংশ কার্যকর।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) প্রকাশিত ট্রায়াল প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।
ফাইজার-বায়োএনটেক এক বিবৃতিতে বলেছে, তিন ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালে ‘১৬ বছর ও তদুর্ধ্ব বয়সি ১০ হাজার মানুষ অংশ নিয়েছে। যাতে দেখা গেছে, ডেল্টা ভ্যারিয়েন্ট যখন প্রাদুর্ভূত হয়, তখন রোগের বিরুদ্ধে টিকার কার্যকারিতা ছিল ৯৫ দশমিক ৬ শতাংশ।’
ফাইজারের প্রধান নির্বাহি কর্মকর্তা আলবার্ট বৌরলা বলেন, ‘আমাদের লক্ষ্য যখন এই রোগ থেকে মানুষকে ভালোভাবে সুরক্ষা দেওয়া, তখন এই ফলাফল বুস্টার ডোজের আরও সুবিধার প্রমাণ দিচ্ছে।’
ট্রায়ালের প্রাথমিক ফলাফল শিগগিরই নিয়ন্ত্রক সংস্থাগুলোর কাছে পাঠানো হবে বলে জানিয়েছে ফাইজার-বায়োএনটেক।
বিশ্বের বেশ কয়েকটি দেশ ইতোমধ্যে বুস্টার ডোজ দেওয়ার ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনেস্ট্রেশন সেপ্টেম্বরে বুস্টার ডোজের অনুমোদন দিয়েছে। চলতি মাসের শুরুতে ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি ১৮ বছরের বেশি বয়সীদের বুস্টার ডোজ দেওয়ার অনুমতি দিয়েছে।