দক্ষিণ ফিলিপাইনে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় কর্তৃপক্ষ আফটারশক এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়ে সতর্ক করেছে। স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ২টায় এ ভূমিকম্প হয়েছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।
সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পটি মিন্দানাও দ্বীপের দাভাও দে ওরোর সোনার খনির প্রদেশের মারাগুসান পৌরসভা থেকে কয়েক কিলোমিটার দূরে আঘাত হানে। তাৎক্ষণিকভাবে বড় ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।
মারাগুসানের দুর্যোগ অফিসের একজন কর্মচারী এএফপিকে জানিয়েছেন, কর্তৃপক্ষ একটি জাতীয় সড়কে ভূমিধসের খবর যাচাই করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেছেন, ‘আমরা অন্য কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাইনি, তবে আমরা শহরের আশেপাশের গ্রামগুলি পরীক্ষা করছি।’
পুলিশ সদস্য স্টেফানি ক্লেমেন জানান, ভূমিকম্পটি প্রায় ৩০ সেকেন্ড স্থায়ী হয়েছিল এবং তার পরে আফটারশক হয়েছিল।