সুপার টাইফুন রাই আঘাত হেনেছে ফিলিপিন্সে। ‘বিশ্বের অন্যতম সবচেয়ে শক্তিশালী ঝড়টি’ গ্রিনিচ মান সময় বৃহস্পতিবার ভোর ৫টায় সুরিগো ডেল নরটির সিয়ারগাও আইল্যান্ডে প্রথম আঘাত হানে।
ফিলিপিন্সের আবহাওয়া দপ্তর পাগাসা জানিয়েছে, ‘টাইফুনের বাতাস অত্যন্ত বিধ্বংসী’ হতে পারে। উপকূলীয় এলাকাগুলোতে ঝড়ের তীব্রতা বাড়তে পারে। টাইফুনটির গতিপথে পার্বত্য অঞ্চলে ভূমিধস ও বন্যা হতে পারে। টাইফুনটির কেন্দ্রের কাছে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৯৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে। এছাড়া ঘণ্টায় ২৪০ কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস বইতে পারে।
যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার (জেটিডব্লিউসি) রাইকে সুপার টাইফুন বলে ঘোষণা দিয়েছে। উপকূলীয় এলাকা থেকে প্রায় এক লাখ লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিস টাইফুন রাইকে ‘২০২১ সালে বিশ্বের অন্যতম সবচেয়ে শক্তিশালী ঝড়’ আখ্যা দিয়েছে। টাইফুনের কারণে ‘১০ লাখের বেশি মানুষ বিধ্বংসী বাতাস ও হঠাৎ বন্যার’ ঝুঁকিতে রয়েছে।