ফিলিস্তিনিদের প্রতি সমর্থন ব্যক্ত করেছে ইরান। রোববার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এ ঘোষণা দিয়েছেন।
ইরানের বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ইসরায়েলে হামলার এক দিন পর রোববার প্রেসিডেন্ট রাইসি ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসলামিক জিহাদের নেতাদের সঙ্গে কথা বলেছেন।
শনিবার ইসরায়েলের কয়েকটি অঞ্চলে একযোগে হামলা শুরু করে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। হামলায় প্রায় ৬০০ ইসরায়েলি নিহত ও দুই হাজারের বেশি আহত হয়েছে। রোববার ইসরায়েল আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।
ইরনা বলেছে, ‘ইসলামিক জিহাদ মুভমেন্টের মহাসচিব জিয়াদ আল-নাখালাহ এবং হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়াহের সাথে রাইসি টেলিফোনে পৃথকভাবে ফিলিস্তিনের উন্নয়ন নিয়ে আলোচনা করেছেন।
বার্তা সংস্থাটি জানিয়েছে, ইরান ফিলিস্তিনি হামলাকে স্বাগত জানিয়েছে, এটিকে ‘গর্বিত অভিযান’ এবং ‘মহান বিজয়’ বলে অভিহিত করেছে।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সিনিয়র উপদেষ্টা আলী আকবর ভেলায়তি বলেছেন, ‘এই বিজয় অভিযান ইহুদিবাদী শাসনের পতনকে সহজতর ও ত্বরান্বিত করবে, ইহুদিবাদী শাসনের আসন্ন ধ্বংসের প্রতিশ্রুতি দিচ্ছে।’