আবারো বাবা হলেন কপিল শর্মা। এবার পুত্রসন্তানের জনক হলেন তিনি। সোমবার (১ ফেব্রুয়ারি) মাইক্রোব্লগিং সাইট টুইটারে ভক্তদের খবরটি জানিয়েছেন এই জনপ্রিয় ভারতীয় কমেডিয়ান।
টুইটে কপিল শর্মা লিখেছেন, ‘নমস্কার! আজ ভোরে আমাদের ঘরে পুত্রসন্তান এসেছে। সৃষ্টিকর্তার কৃপায় নবজাতক ও মা দুইজনেই সুস্থ আছে। আপনাদের ভালোবাসা, আশীর্বাদ ও প্রার্থনার জন্য ধন্যবাদ। সবার প্রতি ভালোবাসা।’
দীর্ঘদিন প্রেম করার পর ২০১৮ সালের ডিসেম্বরে গিনি চাতার্থের সঙ্গে গাঁটছড়া বাঁধেন কপিল শর্মা। পরের বছর তাদের ঘরে মেয়ে আনায়রার জন্ম হয়। কিছুদিন আগে তার বয়স এক বছর পূর্ণ হয়েছে।
সম্প্রতি হঠাৎ করে তার ‘দ্য কপিল শর্মা শো’ বন্ধের ঘোষণা দেন কপিল। পরে ভক্তরা কৌতূহল প্রকাশ করলে আবার নতুন অতিথি আগমনের কথা জানান তিনি।
২৮ জানুয়ারি এক টুইটে কপিল জানান, দ্বিতীয় সন্তানের বাবা হতে চলেছেন। এই সময় স্ত্রী গিনি চাতার্থের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই কারণেই আর শো করতে পারছেন না।