সম্পর্ক ডেস্ক :-খেলাঘর আসর কানাডা ২০ এপ্রিল সোমবার সন্ধ্যা ৭টায় ফেসবুকে ‘খেলাঘরের গান’ শীর্ষক এক সরাসরি আয়োজনের উদ্যোগ নিয়েছে।
খেলাঘরের সংগঠকেরা জানান- একটা অস্বাভাবিক অস্থির সময়ের ভেতর দিয়ে যাচ্ছে পুরো পৃথিবী। উৎকণ্ঠা, উদ্বেগ, শংকায় একটা ভীতিকর অবরুদ্ধ অবস্থায় সবাই, সবার অন্তঃকরণ। খেলাঘর মনে করে, অবিরাম করোনা নিয়ে ভাবনায় বা উৎকণ্ঠায় দীর্ঘমেয়াদে নানা মানসিক জটিলতার মুখোমুখি হতে পারি আমরা। কাজেই পারিপার্শ্বিকতার সাথে মানানসই না হলেও মননচর্চা তথা বিভিন্ন কর্মকাণ্ডে ব্যস্ত থাকার ভেতর দিয়ে আমাদের ভাল থাকার, সতেজ থাকার চেষ্টা করে যেতে হবে। জেগে থাকতে হবে, জীবনের গান গেয়ে যেতে হবে। সুন্দরের ছবি এঁকে যেতে হবে। আর এজন্যই খেলাঘর কানাডা অনলাইন প্রযুক্তির ব্যবহার করে এই অস্থির সময়েও কিছু কিছু কর্মসূচীতে খেলাঘর সম্পৃক্ত সবাইকে ব্যস্ত রাখার লক্ষ্যেই এধরণের আয়োজন করে যাবে।
খেলাঘরের নীতি-নির্ধারকেরা আরও জানান- অনলাইনে প্রথম আয়োজনটি খেলাঘরের প্রাক্তন কর্মীদের মূলতঃ খেলাঘরের গানগুলোর পরিবেশনা। কানাডায় ছড়িয়ে ছিটিয়ে থাকা অজস্র প্রাক্তন খেলাঘরিয়ানদের কিছুটা সময়ের জন্য হলেও খেলাঘরের সেই সোনালী শৈশবে ফিরিয়ে নেয়া, খেলাঘরের স্মৃতিমাখা সেই সোনালী অধ্যায়ে নিয়ে যাওয়ার জন্যই এই আয়োজন। এবার বড়দের নিয়ে কিছুটা পরীক্ষামূলক আয়োজন হলেও এধরণের পরবর্তী সব আয়োজনে মূখ্য ভূমিকায় থাকবে শিশুরা- যাদের নিয়ে আমাদের খেলাঘর, যাদের জন্য আমাদের খেলাঘর। খেলাঘরের এই আয়োজনে সরাসরি সম্পৃক্ত থাকবেন খেলাঘর কানাডা’র প্রধান অভিভাবক ও খেলাঘর ভাইয়া বরেণ্য কবি আসাদ চৌধুরী। সেই সাথে প্রভিন্সিয়াল পার্লামেন্টের সদস্য ডলি বেগম সম্পৃক্ত থাকার আগ্রহ দেখিয়েছেন। এই আয়োজনে সরাসরি সঙ্গীত পরিবেশন করবেন প্রাক্তন খেলাঘরিয়ান সুমন সাইয়েদ, আশিক ওয়াহেদ আসিফ, বিপ্লব কুমার কর্মকার ও গৌরী দাস।