লকডাউন শিথিলের পর থেকে ফ্রান্সে আবারো করোনাভাইরাসের সংক্রমণ কিছুটা বাড়ছে। এমন পরিস্থিতি মধ্যে চিকিৎসকের পরামর্শ ছাড়াই বিনামূল্যে করোনা পরীক্ষার ব্যবস্থা করছে ফরাসি স্বাস্থ্য কর্তৃপক্ষ।
রোববার (২৬ জুলাই) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স।
চাহিদার ভিত্তিতে করোনাভাইরাসের রোগী শনাক্তে পিসিআর ন্যাসাল সোয়াব টেস্ট বিনামূল্যে করার আদেশ দিয়েছে সরকার।
লে পারিসিয়েনের রোববারের সংস্করণে প্রকাশিত সাক্ষাৎকারে স্বাস্থ্যমন্ত্রী অলিভিয়ের ভেরান বলেছেন, ‘এটাকে আমরা দ্বিতীয় ঢেউ বলবো না। কিন্তু এটা স্পষ্ট যে গত কয়েকদিন ধরে লক্ষ্যণীয় হারে সংক্রমণ বাড়ছে, যা ১৩ সপ্তাহ ধরে নিম্নগামী ছিল।’
করোনায় ফ্রান্সে এখন পর্যন্ত ৩০ হাজারের বেশি মানুষ মারা গেছেন। মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮০ হাজার ৫২৮ জন। গত দুদিন ধরে এক হাজারের বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে।