দক্ষিণ-পশ্চিম ফ্রান্সে দাবানল ছড়িয়ে পড়েছে। ওই এলাকার ১৬টি বাড়ি ধ্বংস হয়ে গেছে এবং ছয় হাজার হেক্টর জমি পুড়ে গেছে। বুধবার বার্তা সংস্থা রয়টার্স এমন তথ্য জানিয়েছে।
গত মাসেই ফ্রান্সের এই অঞ্চলে দাবানল ছড়িয়ে পড়েছিল। ওই সময় প্রায় ছয় হাজার মানুষকে সরিয়ে নিতে বাধ্য হয়েছিল কর্তৃপক্ষ।
ইউরোপের অধিকাংশ দেশকে গত দুই মাস ধরে তাপপ্রবাহ ও দাবানল মোকাবিলা করতে হচ্ছে। এসব দেশের মধ্যে ফ্রান্সও রয়েছে।
গিরোন্ডে বিভাগের স্থানীয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে,‘আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং এখন ল্যান্ডেস এলাকাতেও ছড়িয়ে পড়েছে।’ আগুন নিয়ন্ত্রণে ৫০০ দমকল কর্মী কাজ করছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
দক্ষিণ-পশ্চিম ফ্রান্সে জুলাই মাসে দু’বার দাবানল ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে। ওই সময় ২০ হাজার হেক্টরের বেশি বন ধ্বংস হয়েছিল এবং প্রায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নিয়েছিল কর্তৃপক্ষ।
মঙ্গলবার লোজার ও অ্যাভেরনের দক্ষিণাঞ্চলেও দাবানল ছড়িয়ে পড়েছে। পশ্চিম ফ্রান্সের মেইন এট লোয়ার এলাকাতেও দাবানল ছড়িয়ে পড়েছে। ওই এলাকার ৬৫০ হেক্টর জমি পুড়ে গেছে।