সম্পর্ক ডেস্ক : ফ্রান্সে ১১২ জন মৃত্যুবরণ করেন গত ২৪ ঘন্টায়। কোভিড-১৯ রোগে মৃত্যুর সংখ্যা এখন ৫৬২ জন। ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান। দেশটিতে নভেল করোনাভাইরাস সংক্রমিত কোভিড -১৯ রোগে আক্রান্তের প্রকৃত সংখ্যা ৩০ থেকে ৯০ হাজার বলে ধারণা করা হচ্ছে। গার্ডিয়ান তাদের প্রতিবেদনে এ তথ্য দিয়েছে। বিশ্বের কোভিড-১৯ রোগে মৃত্যুর সংখ্যা এখন ১৩ হাজার এর মতো আক্রান্তের সংখ্যা ও ৩ লাখের কাছাকাছি। চীনে প্রাদুর্ভাব শুরু হলেও বর্তমানে করোনা মহামারিতে বিপর্যস্ত ইউরোপ।
Disclaimer:
The editorial team is not responsible for the content of the writing.