সোমবার (২ নভেম্বর) মহামারি করোনাভাইরাসে ফ্রান্সে ৫২ হাজার ৫১৮ জন নতুন করে আক্রান্ত হয়েছে। যা দেশটিতে করোনাভাইরাস ছড়িয়ে পরার পর একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।
গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে মারা গেছে ৪১৮ জন। তাতে মোট করেনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৭ হাজার ৪৩৫ জন। আর মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৪ লাখ ৬৬ হাজার ৪৩৩ জন। দেশটিতে বর্তমানে করোনা আক্রান্তের হার ২০.৬ শতাংশ।
আক্রান্তদের মধ্যে বর্তমানে ২৫ হাজার ১৪৩ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার মধ্যে ৩ হাজার ৭৩০ জন আছে নিবির পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)।
গেল ২৪ ঘণ্টায় ফ্রান্সে সুস্থ হয়ে উঠেছে ৮৭৭ জন। তাতে মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৯ হাজার ১০৪ জনে।
করোনার সংক্রমণ রুখতে ফ্রান্সে বর্তমানে কারফিউ জারি রয়েছে। তারপরও নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না আক্রান্তের হার ও সংখ্যা।