অবশেষে অনেক অপেক্ষার পর অমর একুশে গ্রন্থমেলা ২০২০-এর তারিখ নির্ধারণ হলো। আগামী ১৮ মার্চ শুরু হবে গ্রন্থমেলা। আর চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। মহামারি করোনাভাইরাসের কারণে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি।
বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেলে গণমাধ্যমকে এই সব তথ্য নিশ্চিত করেছেন।এর আগে দুপুরে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি ও বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রয় সমিতির নেতাদের সঙ্গে বৈঠকে বসে বাংলা একাডেমি।
বৈঠক শেষে হাবিবুল্লাহ সিরাজী বলেন, আগামী ১৮ মার্চ বই মেলা শুরু হবে, ১৪ এপ্রিল শেষ হবে।স্বাস্থ্যবিধি মেনে আয়োজন করা হচ্ছে। এবারের পরিস্থিতি যেহেতু অন্যরকম তাই স্টল স্থাপনে কিছুটা ভিন্নতা আসতে পারে। আবার নাও পারে। আমরা অপেক্ষা করছি, করোনা পরিস্থিতি ভালো হওয়ার জন্য। সেই প্রেক্ষিতেই সবকিছু হবে।
এর আগে গত ২৫ জানুয়ারি বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী জানিয়েছিলেন, ১৮ মার্চ থেকে মেলা স্বাভাবিকভাবে শুরু হবে।
উল্লেখ্য, ভাষার মাসের প্রথম দিন থেকেই বাংলা একাডেমি চত্বরে বইমেলা শুরু হয়। রেওয়াজ অনুযায়ী প্রধানমন্ত্রী এ বইমেলার উদ্বোধন করে থাকেন। ১৯৮৪ সালে সাড়ম্বরে বর্তমানের অমর একুশে গ্রন্থমেলার সূচনা হয়।