সম্পর্ক ডেস্ক: বাংলাদেশের প্রায় সব কয়টি জেলায় করোনার প্রকোপ চলছে। বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত এই জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা ২ হাজার ৩৩০ জন।
মঙ্গলবার (২৩ জুন) বগুড়া ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, গত ১০ জুন জেলার ৫৪৮টি নমুনা ঢাকায় পাঠানো হয়েছিল। সেখানে ১৩৬ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে।
নতুন আক্রান্তদের মধ্যে পুরুষ ৮৫ জন, নারী ৪৪ জন ও শিশু ৭ জন আছেন। এর মধ্যে বগুড়া সদর উপজেলায় ৮৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এছাড়া, সাজানপুরের ১৪ জন, শিবগঞ্জ ১২ জন, সারিয়াকান্দির চারজন, সোনাতলার দুইজন, শেরপুরের ৮জন, কাহালুর ৮ জন, নন্দীগ্রামের দুইজন, গাবতলীর দুইজন, ধনুটে একজন করোনাতে আক্রান্ত হয়েছেন।
এখন পর্যন্ত এই জেলায় সুস্থ হয়েছেন ২৫২ জন। মৃত্যুবরণ করেছেন ৩৯ জন।