সম্পর্ক ডেস্ক: ২৪ ঘণ্টায় বগুড়াতে নতুন করে আরো ৬৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ৫৬ জন। এ নিয়ে এখন পর্যন্ত জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৬৬৯ জনে।
শনিবার (২৭ জুন) জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, এই জেলায় ৩০৫ নমুনার ফলাফলে নতুন করে ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৪০ জন, নারী ২২ জন, শিশু ৫জন। উপজেলাভিত্তিক সদরে ৫৬, শেরপুর ৪, শিবগঞ্জ ৩, ধুনট ২, শাজাহানপুর ও কাহালুতে একজন করে করোনা রোগী শনাক্ত হয়েছে।
আক্রান্তদের মধ্যে মোট সুস্থ হয়েছেন ৩২২ জন। আর মৃত্যুবরণ করেছেন ৪৭ জন।