গত ২৪ ঘণ্টায় বগুড়ায় নতুন করে ৬৯ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে এই জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৭৮২ জনে।
সোমবার (২৯ জুন) বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
ডেপুটি সিভিল সার্জন জানান, নতুন করে শনাক্তদের মধ্যে ৪৩ জন পুরুষ, ২২ জন নারী ও ৪ জন শিশু। আক্রান্তদের মধ্যে রয়েছেন- সদর উপজেলায় ৫৫ জন, গাবতলী উপজেলায় ৬ জন, শাজাহানপুর উপজেলায় ৩ জন, শিবগঞ্জ উপজেলায় ৩ জন এবং দুপচাঁচিয়া উপজেলায় ২ জন।
শজিমেক ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষার ফলাফলে ১৫জন ও টিএমএসএস এর ল্যাবে ১৩৭টি নমুনা পরীক্ষার ফলাফলে ৫৪ জনের পজিটিভ শনাক্ত হয়।
এই জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ২ হাজার ৭৮২ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৪৪৩ জন। মারা গেছেন ৪৮ জন।