বগুড়ায় এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৫২ জন। গত ২৪ ঘণ্টায় এখানে নতুন করে আরো ৭৩ জনের শরীরে এ ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২ জুলাই) বগুড়া জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
নতুন করে শনাক্তদের মধ্যে রয়েছেন- সদর উপজেলায় ৩৯ জন, দুপচাঁচিয়া উপজেলায় ১৪ জন, সারিয়াকান্দি উপজেলায় ৫ জন, শিবগঞ্জ উপজেলায় ৩ জন, কাহালু উপজেলায় ৩ জন, ধুনট উপজেলায় ৩ জন, শেরপুর উপজেলায় ২ জন, শাজাহানপুর উপজেলায় ১ জন, গাবতলী উপজেলায় ১ জন, আদমদীঘি উপজেলায় ১ জন এবং সোনাতলা উপজেলায় ১ জন। এদের মধ্যে পুরুষ ৪৫ জন, নারী ২৫ জন ও শিশু ৩ জন।
ডেপুটি সিভিল সার্জন জানান, ৪৬৩ জনের নমুনা পরীক্ষার ফলাফলে ৭৩ জনের পজিটিভ শনাক্ত হয়েছে। এদের মধ্যে শজিমেকে ১৭৩ জনের নমুনা পরীক্ষার ফলাফলে ১৭ জনের, টিএমএসএস এর ল্যাবে ১২৬ জনের নমুনা পরীক্ষার ফলাফলে ৩৪ জনের এবং ঢাকায় ১৬৪ জনের নমুনা পরীক্ষার ফলাফলে ২২জনের পজিটিভ শনাক্ত হয়।
এখন পর্যন্ত বগুড়ায় সুস্থ হয়েছেন ৮০২ জন। মারা গেছেন নতুন করে ১ জনসহ ৫৩ জন।