গত ২৪ ঘণ্টায় বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৭ জন। একই সময়ে মারা গেছেন আরো ৬ জন। এ নিয়ে এই জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ২৪৬ জনে।
শনিবার (৪ জুলাই) সকালে বগুড়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
ডা. মোস্তাফিজুর রহমান জানান, নতুন করে ২১৫ জনের নমুনা পরীক্ষা করে ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে পুরুষ ৩০ জন, নারী ও শিশু ১৭ জন।
আক্রান্তদের মধ্যে সদরে ৩২ জন, গাবতলীতে সাতজন, শাজাহানপুরে পাঁচজন রয়েছেন। এছাড়া, শিবগঞ্জ, আদমদীঘি ও নন্দীগ্রামে একজন করে করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ১৫ জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮৬০ জন।
এই জেলায় করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৬০ জনের মৃত্যু হয়েছে।