গত ২৪ ঘণ্টায় নতুন করে বগুড়ায় আরো ৪৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত এই জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৮০৮ জনে।
এছাড়া, একই সময়ে মৃত্যু হয়েছে আরো ২ জনের। এ নিয়ে এই জেলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ জনে।
মঙ্গলবার (১৪ জুলাই) বগুড়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, নতুন করে শনাক্তদের মধ্যে রয়েছেন বগুড়া সদরে ৩৭ জন, শাজাহানপুর উপজেলায় ৩ জন, দুপচাঁচিয়া উপজেলায় ২ জন, শিবগঞ্জ উপজেলায় ১ জন, আদমদীঘি উপজেলায় ১ জন ও ধুনট উপজেলায় ১জন।
ডা. মোস্তাফিজুর রহমান তুহিন আরো জানান, মঙ্গলবার বগুড়ায় ২৩৩ নমুনার ফলাফলে ৪৫ জনের শনাক্ত হয়। এদের মধ্যে শজিমেকের ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষার ফলাফলে ২৫জন এবং টিএমএসএস এর ৪৫ জনের নমুনা পরীক্ষার ফলাফলে ২০ জনের করোনা পজিটিভ আসে।
এই জেলায় এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৮৯৬ জন। এদের মধ্যে নতুন করে সুস্থ হয়েছেন ৫৮ জন।