গত ২৪ ঘণ্টায় বগুড়ায় নতুন করে আরো ৭১ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে এখন পর্যন্ত এই জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫১ জন।
এছাড়া, একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে নতুন করে মারা গেছেন ৩ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট মারা গেছেন ৭৮ জন।
শনিবার (১৮ জুলাই) বগুড়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, বগুড়ায় এখন পর্যন্ত মোট ৪ হাজার ৫১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন মোট ৭৮ জন।
তিনি জানান, আজ সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে, টিএমএসএস মেডিক্যাল কলেজ ও রফাতুল্লা কমিউনিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই তিনজন মারা যান।
জেলায় নতুন করে ৩২৩ জনের নমুনা পরীক্ষা করে ৭১ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে পুরুষ ৫৮ জন, নারী ও শিশু ১৩ জন।
শনাক্তদের মধ্যে সদরে ৫৫ জন, শেরপুরে আটজন, সোনাতলায় তিনজন, শাজাহানপুরে দুইজন, শিবগঞ্জ, দুপচাঁচিয়া ও সারিয়াকান্দি একজন করে রয়েছেন।