সেন্ট মার্টিন দ্বীপের পশ্চিমে বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী যাত্রীবাহী একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৬৫ জনকে জীবিত ও ১১ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। কোস্টগার্ড বলছে, তাঁদের বেশির ভাগই রোহিঙ্গা নারী।
আজ মঙ্গলবার সকাল সাতটার দিকে সেন্ট মার্টিন দ্বীপের সাত থেকে থেকে কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে।
উদ্ধার করা যাত্রীদের বেশির ভাগই নারী। কোস্টগার্ড সূত্র জানায়, তাঁরা কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা শিবিরের বাসিন্দা।
সেন্ট মার্টিন কোস্টগার্ডের কমান্ডার লেফটেন্যান্ট নাইম উল হক বলেন, গতকাল রাতেই টেকনাফ উপকূল দিয়ে দুটি ট্রলার মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়। সকাল সাতটার দিকে সাগরের পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে একটি ট্রলার ডুবে যায়। উদ্ধার হওয়া কয়েকজন রোহিঙ্গা জানান, দালালদের মাধ্যমে তাঁরা রোহিঙ্গা শরণার্থীশিবির থেকে বের হয়ে মালয়েশিয়া যাচ্ছিলেন।
কোস্টগার্ডের তিনটি দল, সেন্ট মার্টিন বোট মালিক সমিতি, বর্ডার গার্ড বাংলাদেশসহ (বিজিবি) বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা রোহিঙ্গাদের উদ্ধার করে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধারকাজ চলছে।