রাজধানীর বনানীর একটি বিলাসবহুল ফ্ল্যাটে অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ দল। ওই ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ বিদেশি মদসহ অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে সেলিম সাত্তার নামে চিহ্নিত এক মাদক কারবারিকে।
রোববার (৪ সেপ্টেম্বর) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের সহকারী পরিচালক মেহেদী হাসান এসব তথ্য জানিয়েছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, রোববার দুপুর পর থেকে সন্ধ্যা পর্যন্ত বনানীর ১১ নম্বর সড়কের ওই বিলাসবহুল ফ্ল্যাটে অভিযান চালানো হয়। ওই বাসা থেকে বিপুল পরিমাণ ফরেন লিকার, এমডিএমএ, কোকেন, এলএসডি, ক্যানাবিস চকলেট, কুশ ও সিন্থেটিক গাঁজা জব্দ করা হয়। দেখ মনে হয়েছে, ওই ফ্ল্যাট যেন মাদকের হাট। ফ্ল্যাটের মালিক সেলিম সাত্তারকে আটক করা হয়েছে। তিনি জিএমজি এয়ারলাইনসের কান্ট্রি ডিরেক্টর। গ্রেপ্তারের পর সেলিম সাত্তার নিজেকে সুইজারল্যান্ড, সুইডেনসহ বিভিন্ন দেশের নাগরিক দাবি করে তাকে ছেড়ে দিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের হুমকি দেন। ওই বাসা থেকে বিভিন্ন মাদক রাজধানীর অভিজাত এলাকার বার কিংবা মাদক বিক্রির স্পটে সরবরাহ করা হতো।
সোমবার (৫ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।