উমেশ যাদবের বন্ধু শৈলেশ ঠাকরে। উমেশ যখন জাতীয় দলে সুযোগ পান তখন শৈলেশ বেকার ছিলেন। এরপর উমেশ তাকে ২০১৪ সালে নিজের ম্যানেজার হিসেবে নিয়োগ দেন।
বন্ধু হিসেবে তারকা পেসারের বিশ্বাস অর্জন করেন শৈলেশ। উমেশের ব্যাংক অ্যাকাউন্ট, বিভিন্ন ব্যাংকের কার্ড থেকে শুরু করে সব ধরনের আর্থিক বিষয়াদির দেখভাল করে আসছিলেন ম্যানেজার বন্ধু।
কিন্তু সম্প্রতি তিনি করেছেন এক বিরাট প্রতারণা। সেটা ৪৪ রাখ রূপি তথা ৫৭ লাখ ৪০ হাজার টাকার। তাইতো শনিবার (২১ জানুয়ারি, ২০২৩) মহারাষ্ট্রের নাগপুরের করাদি থানায় বন্ধুর বিরুদ্ধে মামলা করেছেন উমেশ।
‘এফআইএর’ থেকে জানা গেছে, উমেশ নাগপুরে জমি কিনতে চেয়েছিলেন। শৈলেশ তাকে জমি কিনে দেওয়ার কথা বলে উমেশের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৪৪ লাখ টাকা তার ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে নেন। এরপর ৩৭ বছর বয়সী শৈলেশ জমি কিনেন ঠিকই; কিন্তু সেটা উমেশের নামে নয়, নিজের নামে।
উমেশ এই ঘটনা জানার পর জমি তার নামে লিখে দিতে বলেন। কিন্তু শৈলেশ অস্বীকৃতি জানান। এরপর উমেশ তাকে টাকা ফেরত দিতে বলেন। সেটা দিতেও তিনি অস্বীকৃতি জানান। তাইতো নিরুপায় হয়ে থানায় মামলা করেছেন জাতীয় দলের এই পেসার।
করাদি থানার কর্মকর্তা জানিয়েছেন, শৈলেশের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ৪০৬ (ফৌজদারি ও বিশ্বাসঘাতকতা) ও ৪২০ ধারায় (প্রতারণা, অসততা ও সম্পত্তি আত্মসাৎ) মামলা হয়েছে। তবে শৈলেশকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।