বরগুনার পাথরঘাটা উপজেলায় কোস্ট গার্ডের অভিযানে ২১টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) রাতে উপজেলার বিষখালী ও বলেশ্বর নদীর মোহনায় কোস্ট গার্ডের পাথরঘাটা স্টেশনের একটি দল অভিযান চালিয়ে ট্রলার থেকে অস্ত্রগুলো উদ্ধার করেছে।
কোস্ট গার্ডের পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট মেহেদী হাসান জানান, রাত সাড়ে ৩টার দিকে নদীর মোহনার লালদিয়ার চরে অভিযান চালায় কোস্ট গার্ডের সদস্যরা। কোস্ট গার্ডের সদস্যদের উপস্থিতি টের পেয়ে ট্রলার তীরে ভিড়িয়ে লোকজন বনের ভেতর পালিয়ে যায়। পরে ওই ট্রলারে তল্লাশি চালিয়ে ২১টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও ১০টি ছুরি উদ্ধার করা হয়।
তিনি বলেন, বঙ্গোপসাগরে জেলেদের ট্রলারে ডাকাতি করে এমন ডাকাত দলের কাছে বিক্রির জন্য অস্ত্রগুলো নিয়ে আসা হয়েছিল।