বর্ণিল আয়োজনে রানি দ্বিতীয় এলিজাবেথ শাসনের ৭০ বছর পূর্তি উদযাপন করছে ব্রিটেন। রানির ঐতিহাসিক রাজত্বকে স্মরণীয় করে রাখতে যুক্তরাজ্যের বাইরে ব্রিটেনের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠানের আয়োজন করেছে।
৯৬ বছর বয়সী রানি এলিজাবেথ ৭০ বছর চার মাস রাজত্ব করেছেন। ব্রিটিশ ইতিহাসে অন্য কোনো শাসক এতো দীর্ঘ সময় রাজত্ব করেননি। রানি এলিজাবেথের আগে দীর্ঘ সময় শাসনের রেকর্ড ছিল তার প্রপিতামহী রানি ভিক্টোরিয়ার। তিনি ১৯০১ সাল পর্যন্ত ৬৩ বছর সাত মাস দুই দিন রাজত্ব করেছিলেন।
ব্রিটেনের বাইরে মাত্র দুজন রাজা ৭০ বছরের বেশি সময় শাসন করেছেন। এদের এক জন হচ্ছেন ফ্রান্সের লুই চতুর্দশ। তিনি ১৬৪৩ সাল থেকে ১৭১৫ সাল পর্যন্ত ৭২ বছরেরও বেশি সময় এবং থাইল্যান্ডের ভূমিবল আদুলিয়াদেজ ২০১৬ সাল পর্যন্ত ৭০ বছর চার মাস রাজত্ব করেছেন।
বৃহস্পতিবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন আর্ক ডি ট্রায়মফে রানিকে ধন্যবাদ ও স্বীকৃতি প্রদানের একটি অনুষ্ঠানের নেতৃত্ব দেবেন। শনিবার রেড অ্যারোস ইংলিশ চ্যানেলের উত্তর উপকূলে লে তোকুয়েট-প্যারিস-প্লেজে ফ্লাইপাস্ট হবে। প্যারিসে ব্রিটিশ রাষ্ট্রদূতের বাসভবনে রানির প্রায় ১০ ফুট লম্বা প্রতিকৃতির একটি সংগ্রহ প্রদর্শন করছে।
সুইজারল্যান্ডে ব্রিটিশ দূতাবাসের কর্মীরা বিখ্যাত আলোক শিল্পী গেরি হফসেটারের সাথে ১৩ হাজার ফুট উঁচুতে আল্পস পর্বতে একটি প্ল্যাটিনাম জুবিলি ডিসপ্লের জন্য কাজ করছেন। এছাড়া কমনওয়েলথের রাজধানী শহরগুলোতে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে।