নিজের রেকর্ড গড়ার ম্যাচে আলো ছড়ালেন আর্জেন্টিনার প্রাণভোমরা লিওনেল মেসি। তৈরি করলেন অসংখ্যা সুযোগ। গোল করলেন ও করালেন। অধিনায়কের নৈপুণ্যে বলিভিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা।
বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে কুইয়াবার অ্যারেনা পানতানালে ‘এ’ গ্রুপের ম্যাচে ৪-১ গোলে জিতেছে লিওনেল স্কালোনির দল। জোড়া গোল করেছেন মেসি, একটি করে আলেহান্দ্রো গোমেস ও লাউতারো মার্তিনেস।
মেসির সর্বোচ্চ ১৪৮টি ম্যাচ খেলার দিনটায় শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে আর্জেন্টিনা। পুরোটা ম্যাচে মেসি নিজেও ছিলেন স্বমহিমায় উজ্জ্বল। দ্বৈত ভূমিকায় তার ধারেকাছে ছিল না কেউ।
গোল করার পাশাপাশি বানিয়েও দিয়েছেন সতীর্থদের। আর্জেন্টাইন অধিনায়কের এই ভূমিকাতেই তারা গোলের দেখা পায় ৬ মিনিটে। মেসির দেওয়া চিপ পাস ধরে জাল কাঁপান পাপু গোমেজ। ৩৩ মিনিটে পেনাল্টি পেলে জাল কাঁপান মেসি।
প্রাণভোমরার ঝলকটা অব্যাহত থেকেছে এর পরেও। ৪২ মিনিটে মাঝমাঠ থেকে ভাসিয়ে থ্রু বল দিয়েছিলেন আগুয়েরো। গোলমুখে ছুটে চলা মেসি গোলকিপারের মাথার ওপর দিয়ে লব করে জালে পাঠিয়ে দেন বল। অসাধারণ গোলে বলিভিয়া গোলকিপারের কিছুই করার ছিল না।
দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে একটি গোল শোধ দেয় বলিভিয়া। সাভেদ্রা গোল করলেও তাতে লাভ হয়নি কোনও। ৬৫ মিনিটে আবারও আর্জেন্টিনার স্কোরলাইনটাকে সমৃদ্ধ করেন লাউতারো মার্তিনেজ। বাম প্রান্ত থেকে মেসির দেওয়া পাস শুরুর প্রচেষ্টায় জালে পাঠাতে পারেননি। কিন্তু গোলমুখে করেয়ার শট দিক পরিবর্তন করে তার সামনে এলে এর পর আর কোনও ভুল করেননি।
শেষ দিকে বেশ কিছু চেষ্টা করলেও মেসিদের আর গোল পাওয়া হয়নি। স্কোরলাইন ৪-১ নিয়েই মাঠ ছাড়ে আলবিসেলেস্তেরা।