মহামারি করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে ৩২ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দিয়েছে পোল্যান্ড। বন্ধুত্বের নিদর্শন হিসেবে এই টিকা দেওয়া হচ্ছে বলে জানায় দেশটি।
বুধবার (১০ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিথি ভবন পদ্মায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়ার কাছে টিকা হস্তান্তর করেন দিল্লিতে নিযুক্ত পোল্যান্ডের রাষ্ট্রদূত অ্যাডাম বুরাকোস্কি। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া বলেন, দেশে প্রতি মাসে ৪ কোটি লোককে টিকা দেওয়া হবে। এ জন্য আমাদের ২৮ কোটি টিকা দরকার। এখন পর্যন্ত ২১ কোটি টিকা কেনা হয়েছে। বাকী টিকা বিভিন্ন দেশ থেকে প্রতিনিয়ত আসছে।
সূত্রে জানা যায়, পোল্যান্ড সর্বমোট ৩২ লাখ ৭২ হাজার ৮৮০ ডোজ টিকা দিচ্ছে। এর মধ্যে বুধবার (৯ নভেম্বর) প্রথম চালানে ঢাকায় এসেছে ১০ লাখ ২৭ হাজার ২৯০ ডোজ টিকা। বৃহস্পতিবার (১১ নভেম্বর) দ্বিতীয় চালানে আসবে ৯ লাখ ২০ হাজার ৭৯০ ডোজ এবং রোববার (১৪ নভেম্বর) আসবে ১৩ লাখ ২৪ হাজার ৮০০ ডোজ টিকা।