এর আগে কলকাতা ঘুরে গেছেন পেলে, ম্যারাডোনা, লিওনেল মেসি, কাফু ও অলিভার কানের মতো কিংবদন্তি ফুটবলাররা। এবার তাদের তালিকায় যুক্ত হচ্ছেন ২০২২ কাতার বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।
জানা গেছে জুলাইয়ের প্রথম সপ্তাহে তিনি কলকাতা সফরে আসবেন। তাকে কলকাতায় নিয়ে আসছেন ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। তার সঙ্গে অ্যাস্টন ভিলার মাঠে সাক্ষাত হয় মার্টিনেজের। এরপর আর্জেন্টাইন গোলরক্ষক তার কাছ থেকে কলকাতা ও ফুটবলের নানা গল্প শুনে সেখানে আসতে আগ্রহ প্রকাশ করেন।
পাশাপাশি আগ্রহ প্রকাশ করেন বাংলাদেশে আসতেও। তার ইচ্ছাতেই গোল্ডেন গ্লাভস জয়ী মার্টিনেজকে বাংলাদেশেও নিয়ে আসা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন শতদ্রু দত্ত নিজে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ বিষয়ে লিখেছেন, ‘Emi Martinez has a special place in his heart for Bangladesh as they have tremendous Argentina fan following .. So I am planning a one day dhaka trip for Martinez …
Bangladesh .. are you ready’’
(বাংলাদেশের জন্য এমি মার্টিনেজের আলাদা একটা টান রয়েছে। যেহেতু সেখানে অসংখ্য আর্জেন্টাইন ভক্ত-সমর্থক রয়েছেন। সুতরাং আমি মার্টিনেজের জন্য একটা দিন ঢাকায় কাটানোর পরিকল্পনা করছি। বাংলাদেশ… তুমি প্রস্তুত তো?)।
তিনি সংবাদ মাধ্যমকে আরও জানিয়েছেন, ৩ জুলাই একদিনের জন্য মার্টিনেজকে বাংলাদেশে নিয়ে আসবেন। ভারতের এই সময়কে এ বিষয়ে তিনি বলেন, ‘৩ তারিখ অর্থাৎ, ৩ জুলাই মার্টিনেজ একদিনের জন্য ঢাকা সফরে যাবেন।’
ঢাকায় কোনো অনুষ্ঠানে মার্টিনেজ অংশ নেবেন কি? সে বিষয়ে শতদ্রু বলেছেন, ‘সেটা বাংলাদেশের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হবে। বাংলাদেশের কোনো ক্লাবে যাবেন কি না তাও সিদ্ধান্ত হয়নি। তবে সেটা খুব শিগগিরই জানা যাবে।’
ঢাকা থেকে আবার কলকাতায় যাবেন ৩০ বছর বয়সী মার্টিনেজ। সেখানে গিয়ে ৪ জুলাই সন্ধ্যায় যাবেন মোহনবাগান ক্লাবে। কলকাতা সফরে মার্টিনেজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে সাক্ষাৎ করবেন। পাশাপাশি ভারতের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিসিআই’র সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলীর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে।