সম্পর্ক ডেস্ক: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে আরো ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৫২২ জনে দাঁড়িয়েছে।
এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১ হাজার ১৬৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৩৬ হাজার ৭৫১ জনে দাঁড়িয়েছে।
মঙ্গলবার (২৬ মে) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বুলেটিনে অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, করোনাভাইরাস শনাক্তে ঈদের দিনও অর্থাৎ গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৪১৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় আগের কিছু নমুনা মিলিয়ে ৫ হাজার ৪০৭টি নমুনা। এ নিয়ে দেশেএখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হলো ২ লাখ ৫৮ হাজার ৪১১টি। নতুন নমুনা পরীক্ষায় আরো ১ হাজার ১১৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
তিনি আরো বলেন, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো ২৪৫ জন। এ নিয়ে মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়াল ৭ হাজার ৫৭৯ জনে।
বুলেটিনে বরাবরের মতোই করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়।