বাংলাদেশে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরোা ৩৭ জনের মৃত্যু হয়েছে। আর এতে করে করোনায় মৃতের সংখ্যা ৩ হাজার ছুঁই ছুঁই। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৯৬৫ জনে।
এছাড়া, একই সময়ে নতুন করে আরো ২ হাজার ৭৭২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।আর এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২৬ হাজার ২২৫ জনে।
সোমবার (২৭ জুলাই) মহাখালী থেকে প্রতিদিনের অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছেন আরো ১ হাজার ৮০১ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ২৫ হাজার ৬৮৩ জন। সারাদেশ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৫৪৪টি। আগের নমুনাসহ ৮১টি ল্যাবে পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৮৫৯টি। এ পর্যন্ত মোট ১১ লাখ ২৪ হাজার ৪১৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
তিনি জানান, নিহত ৩৭ জনের মধ্যে ২৬ জন পুরুষ ও ১১ জন নারী।