জাহাঙ্গীর নাকির:ঢাকার ইউনাইটেড হাসপাতালে রাতে নিচের তলায় এক অগ্নিকাণ্ডে পাঁচজনের লাশ উদ্ধার করার খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ।নিয়ন্ত্রণ কক্ষ থেকে বিবিসি বাংলাকে জানানো হয়েছে রাত পৌনে দশটা নাগাদ গুলশানের এই বড় হাসপাতালটিতে আগুন লাগে। তবে আগুন অল্পক্ষণের মধ্যে আয়ত্তে আনা হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা কামরুল ইসলাম ।তিনি জানান হাসপাতালের নিচের তলায় এসির বিস্ফোরণ থেকে এই অগ্নিকাণ্ড ঘটে।
হাসপাতালের নিচ তলায় ছিল করোনাভাইরাস ইউনিট এবং সেখানে যারা ছিলেন তারা সবাই করোনা রোগী। পাঁচজনের মৃতদেহ এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে বলে ফায়াস সার্ভিস নিশ্চিত করেছে।হাসপাতাল সংলগ্ন একটি বাড়ির বাসিন্দা বিবিসি বাঙলাকে জানিয়েছেন রাত পৌনে দশটা নাগাদ বিকট শব্দ শুনে তিনি ঘরের বাইরে এসে দেখেন গোটা এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে।