সম্পর্ক ডেস্ক: বাংলাদেশে এখন পর্যন্ত ৬ হাজার ২০৬ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় পুলিশের আরো ২০৭ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
রোববার (৮ জুন) দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এ তথ্য জানানো হয়।
হেডকোয়ার্টার্স থেকে আরো জানানো হয়, আক্রান্তদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদস্য ১ হাজার ৮২৬ জন। এর বাইরে কোয়ারেন্টাইনে আছেন ৬ হাজার ৪৫১ জন, আর আইসলোশনে আছেন ২ হাজার ৯ জন।
এছাড়া সুস্থ হয়েছেন ২ হাজার ৭৬৭ জন। আর মারা গেছেন ১৬ জন পুলিশ সদস্য।
এআইজি (মিডিয়া) সোহেল রানা জানান, আক্রান্তের পাশাপাশি পুলিশ সদস্যরা দ্রুত সুস্থও হচ্ছেন। সুস্থ হয়ে অনেকেই এরই মধ্যে কাজে যোগ দিয়েছেন। বাকিরাও দ্রুত সুস্থ হয়ে ফিরবেন বলে আশা করছি।