সাদী আহমেদ’র সঞ্চালনায় এই শিরনামে ‘অন্যমেলা’ টরন্টো, কানাডা বছরব্যাপি মুজিববর্ষ পালন করবে। আগামি ২৫ জানুয়ারি সন্ধ্যা ৭টায় ‘অন্যমেলা’ প্রাঙ্গনে উদ্বোধনী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর প্রতি মাসে একটি করে অনুষ্ঠান করা হবে। এছাড়া আগামি জুলাই মাসে টরন্টো বাংলা বইমেলায় এই শিরোনামে roundtable আয়োজন করা হবে স্থানীয় ও বাংলাদেশ থেকে আগত আমন্ত্রিত অতিথিদের নিয়ে।
অনুষ্ঠান সূচি ও তথ্যের জন্য যোগাযোগঃ 416 560 1530,
e-mail: anyamela2000@yahoo.ca
Disclaimer:
The editorial team is not responsible for the content of the writing.