আগামী নভেম্বরে মাঠে গড়াবে আবুধাবি টি টেন লিগের চতুর্থ আসর। এই আসরে বাংলাদেশের ফ্রাঞ্চাইজি বাংলা টাইগার্সের হয়ে মাঠে দেখা যাবে সাকিব আল হাসানকে।
জানা গেছে, বাংলা টাইগার্স ফ্রাঞ্চাইজির সঙ্গে মৌখিক কথাবার্তা চূড়ান্ত করে ফেলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। কিছুদিনের ভেতরেই দুই পক্ষের আনুষ্ঠানিক চুক্তি হয়ে যাবে।
শুধু সাকিব নয়, এবার কোচিং স্টাফে দেখা যাবে বাংলাদেশিদের। বিসিবির সাবেক কোচ ও বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিম এই দলের মেন্টর হিসেবে কাজ করতে যাচ্ছেন। এছাড়া কোচ হিসেবে থাকবেন আফতাব আহমেদ। এর আগে তারা দুজনই এই দলের সঙ্গে কাজ করেছেন।
আগামী ২৩ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত টি টেন লিগের খেলা চলবে।
তবে সাকিবের এই টুর্নামেন্টে অংশগ্রহণে বাধা হয়ে দাঁড়াতে পারে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই দুই টেস্ট ও তিন ওয়ানডে খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে। সূচি এখনও চূড়ান্ত হয়নি।