মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ‘দেশের শত্রু’ বলে আখ্যা দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার মার এ লাগো অবকাশযাপন কেন্দ্রে গোয়েন্দা সংস্থা এফবিআই হানা দেওয়ার পর শনিবার তার প্রথম সমাবেশে এ আখ্যা দিয়েছেন ট্রাম্প।
পেনসিলভানিয়ার উইলকস-বারেতে হাজার হাজার সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেছেন, প্রেসিডেন্ট বাইডেন এফবিআইয়ের হাতে তার বিরুদ্ধে অস্ত্র তুলে দিয়েছেন।
তিনি বলেছেন, ‘আমেরিকার ইতিহাসে যেকোনো প্রশাসনের ক্ষমতার সবচেয়ে ভয়াবহ অপব্যবহার ছিল এই অভিযান।’
প্রায় দুই ঘণ্টার ভাষণের অর্ধেকটা সময় ট্রাম্প এফবিআইয়ের সমালোচনা করেছেন।
গত মাসে ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্রে অভিযান চালিয়ে প্রায় অর্ধশত খালি বাক্স উদ্ধার করে এফবিআই। ওই বাক্সগুলোর ওপরে গোপনীয় লেখা ছিল। এছাড়া সেখান থেকে কিছু অতিগোপনীয় ফাইল উদ্ধার করা হয়েছে।