সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তাকে নিয়ে ভুল বুঝলো কিনা তার পরোয়া তিনি করেন না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উচিত তার নিজেদের দেশের স্বার্থ নিয়ে চিন্তা করা।
বৃহস্পতিবার দ্য আটলান্টিকে দেওয়া সাক্ষাৎকারে যুবরাজ এমন কথা বলেছেন।
সৌদি আরবের রাজতন্ত্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন তিনি।
মোহাম্মদ বিন সালমান বলেন, ‘আমি কোনো পরোয়া করি না। আমেরিকার স্বার্থ নিয়ে চিন্তা করা সেটা বাইডেনের ব্যাপার। আমেরিকা নিয়ে ভাষণ দেওয়ার অধিকার আমাদের নেই। ঠিক একই কথা আমাদের ক্ষেত্রেও প্রযোজ্য।’
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক ছিল যুবরাজ মোহাম্মদ বিন সালমানের। তবে বাইডেন ক্ষমতায় আসার পর সৌদি আরবের মানবাধিকার পরিস্থিতিতে কঠোর অবস্থান নিয়েছেন। এছাড়া ২০১৫ সালে শুরু হওয়া ইয়েমেন যুদ্ধে সৌদি জোটের সম্পৃক্ততার ব্যাপারেও কঠোর অবস্থানের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডিন্ট।