ইরাকের বাগদাদে করোনার একটি বিশেষায়িত হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৮২ জনের মৃত্যু হয়েছে।
রোববার (২৫ এপ্রিল) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
বাগদাদের দিয়ালা সেতুর কাছে ইবনে আল-খতিব হাসপাতালে শনিবার অক্সিজেন ট্যাংক বিস্ফোরণ থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। রাতভর চেষ্টার পর রোববার আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে মৃতের সংখ্যা ২৭ বলে জানানো হয়েছিল। পরে মন্ত্রণালয় জানায়, অন্তত ৮২ জনের মৃত্যুর বিষয়টি তারা নিশ্চিত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১১০ জন।
টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইবনে আল-খতিব হাসপাতালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৮১ জনের মৃত্যু এবং ১১০ জন আহত হওয়ার খবর জানিয়েছে।’
বেসামরিক নিরাপত্তা বিভাগের প্রধান মেজর জেনারেল খাদিম বোহান জানিয়েছেন, হাসপাতালের পালমোনারি ইনটেনসিভ কেয়ার ইউনিট যে তলায়, সেখান থেকে আগুনের সূত্রপাত।