আফগানিস্তানের ১৯৬৪ সালের সংবিধানকে সাময়িকভাবে গ্রহণের ঘোষণা দিয়েছে তালেবান।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) তালেবানের ভারপ্রাপ্ত বিচারমন্ত্রী এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছেন।
মৌলবি আব্দুল হাকিম শারাই জানিয়েছেন, আফগানিস্তানের ইতিহাসে স্বল্পসময়ের যে সোনালী যুগ ছিল সেই সময়ের প্রণীত সংবিধান সাময়িকভাবে গ্রহণ করা হবে। তবে সংশোধনাকারে এবং সংক্ষিপ্ত রূপে এটি গ্রহণ করা হবে।
তিনি বলেছেন, ‘সাবেক বাদশাহ জহির শাহের আমালে প্রণীত সংবিধান সাময়িক সময়ের জন্য গ্রহণ করবে ইসলামিক আমিরাত।’
তবে শরিয়াহ আইনের সঙ্গে এবং ইসলামিক আমিরাতের নীতির সঙ্গে সাংঘর্ষিক কোনো বিষয় ওই সংবিধানে থাকলে তা বাতিল বলে গণ্য হবে।
পশ্চিমা দখলদারিত্বের আগে ১৯৬৩ সালে বাদশাহ জহির শাহ আফগানিস্তানের সংবিধান সংশোধন করেন। ১৯৭৩ সালে ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় এক দশক আগে তিনি সংসদীয় গণতন্ত্রের সূচনা করেছিলেন। ওই সংবিধানে প্রথমবারের মতো নারীদের ভোটদানের ক্ষমতা দেওয়া হয়েছিল। ২০০১ সালে তালেবানকে ক্ষমতাচ্যুতের পর আফগানিস্তানে দ্বিতীয় দফায় সংবিধান প্রণয়ন করা হয়েছিল।