বান্দরবানের এক তরুণীকে গণধর্ষণের মামলায় মো. রফিক ও মো. জিহাদ নামের দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৮ অক্টোবর) পুলিশ সূত্রে জানা গেছে, বান্দরবান পৌর এলাকার এক তরুণীকে গত ১৭ অক্টোবর (শনিবার) রাতে জরুরি কথা আছে বলে পাহাড়ে ডেকে নিয়ে যায় স্থানীয় তরুণ মো. জয়নাল। তারা পাহাড়ের পাদদেশে কথা বলার সময় সেখানে হাজির হয় স্থানীয় রফিক ও জিহাদ। পরে রফিক ও জিহাদ ওই তরুণীকে ধর্ষণ করে এবং এর ভিডিও ধারণ করে। এ ঘটনার বিষয়ে কাউকে জানালে ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় ওই তিন তরুণ।
রোববার দুপুরে ওই তরুণী বান্দরবান সদর থানায় গণধর্ষণের অভিযোগে রফিক, জিহাদ ও জয়নালের বিরুদ্ধে মামলা করেন।
রোববার সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে রফিক ও জিহাদকে গ্রেপ্তার করে। তবে মামলার প্রধান আসামি জয়নালকে এখনো ধরতে পারেনি পুলিশ।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেছেন, ‘আমরা ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছি। অপর আসামিকেও ধরা হবে।’