বিশ্বকাপে ভারতের কাছে শেষ ওভারে অবিশ্বাস্যভাবে হারার পর জিম্বাবুয়ের মতো দলের কাছেও শেষ ওভারে ১ রানে হার মেনেছে পাকিস্তান। এই হারে তাদের সেমিফাইনালে যাওয়ার পথ অনেকটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। জিম্বাবুয়ের কাছে হারার পর পাকিস্তানের প্রাক্তন তারকা ক্রিকেটারদের সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছে বাবর বাহিনী। শোয়েব আখতার তো এক হাত নিলেন বাবর আজমকে। সাফ জানিয়ে দিয়েছেন পাকিস্তান বিশ্বকাপ থেকে ছিটকে গেছে। তার মতে বাবর একজন বাজে অধিনায়ক।
‘আমি আসলে বুঝিনা বিষয়টা বুঝতে আপনাদের এতো সময় লাগছে কেন? আমাদের টপ ও মিডল অর্ডার নিয়ে আমি আগেও বলেছি, আবারও বলছি— আমরা হয়তো বড় সাফল্য পেতে পারি। কিন্তু ধারাবাহিক জয় পাব না। পাকিস্তানের একজন বাজে অধিনায়ক আছেন। পাকিস্তানের বিশ্বকাপ এখানেই শেষ। নাওয়াজ যে তিন ম্যাচে শেষ ওভারে বল করেছে, সেই তিনটি ম্যাচই আমরা হেরেছি।’
আখতার কিছু পরিবর্তনের পরামর্শও দিয়েছেন, ‘বাবরের ওয়ান ডাউনে ব্যাট করা উচিত। শাহীন আফ্রিদির ফিটনেস নিয়ে সমস্যা আছে। আমরা আপনাকে দলে ফেরাবো, কিন্তু কোন ব্র্যান্ডের ক্রিকেট আপনি খেলছেন? আপনি একটি টুর্নামেন্ট খেলতে যাবেন, আর ভাববেন যে প্রতিপক্ষ আপনাকে সহজেই জিততে দিবে!’
রোববার সুপার টুয়েলভের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে পাকিস্তান। এই ম্যাচে তারা হার মানলে বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায় নিশ্চিত হয়ে যাবে।
ঢাকা/আমিনুল