বলিউড অভিনেতা রণবীর কাপুর। তার পরবর্তী সিনেমা ‘শমশেরা’। ইতোমধ্যে সিনেমার পোস্টার, টিজার ও ট্রেইলার দর্শকের মাঝে ভালো সাড়া ফেলেছে।
সিনেমাটির মাধ্যমে প্রথমবারের মতো পর্দায় নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করতে যাচ্ছেন রণবীর। এই সময় বাবা ঋষি কাপুরকে খুব মিস করছেন বলেন জানিয়েছেন এই অভিনেতা।
রণবীর কাপুর বলেন, ‘আমার মনে হচ্ছে, যদি বাবা সিনেমাটি দেখে যেতে পারতেন। তিনি আমার একজন খুবই বড় সমালোচক ছিলেন। ভালো কিংবা খারাপ যেটিই হোক না কেন আমার কাজ দেখে সরাসরি বলতেন। তিনি সিনেমাটি দেখতে পেলেন না ভেবে খুবই খারাপ লাগছে। তবে এই ধরনের সিনেমাতে অভিনয় করেছি জন্য ভালো লাগছে। আশা করছি কোথাও না কোথাও থেকে তিনি দেখছেন এবং আমাকে নিয়ে গর্ব করছেন।’
‘শমশেরা’ সিনেমাটি প্রযোজনা করছে যশ রাজ ফিল্মস। এটি পরিচালনা করছেন করণ মালহোত্রা। জানা গেছে, সিনেমায় এক ডাকাত সম্প্রদায়ের গল্প তুলে ধরা হবে, যারা ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিল। চলতি বছর জুলাইয়ে এটি মুক্তির কথা রয়েছে।
সর্বশেষ ‘সাঞ্জু’ সিনেমায় অভিনয় করেন রণবীর কাপুর। ব্লকবাস্টার এই সিনেমা ২০১৮ সালে মুক্তি পায়। ‘শমশেরা’ ছাড়াও আয়ান মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’, সন্দীপ সিং ভাংগার ‘অ্যানিমেল’ ও লাভ রঞ্জনের একটি সিনেমায় এই অভিনেতাকে দেখা যাবে।