বাবা আজগার হোসেন পাঠানের কবরের পাশে চির নিদ্রায় শায়িত হলেন বাংলা চলচ্চিত্রের মিয়া ভাই খ্যাত বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন খান দুলু ওরফে চিত্রনায়ক ফারুক।
মঙ্গলবার (১৬ মে) রাত সাড়ে ৯টার দিকে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের সোমটিওরী কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাঠে জানাজা শেষে মরহুমকে ওই মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় চিত্রনায়ক ফারুকের দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী, বীর মুক্তিযোদ্ধারা, বাংলাদেশ চলচ্চিত্র অঙ্গনের ব্যক্তিবর্গ, সাংবাদিক, চিত্র নায়ক ফারুকের পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও গুণগ্রহীরা উপস্থিত ছিলেন।
খোঁজ নিয়ে জানা গেছে, জীবিত অবস্থায় চিত্রনায়ক ফারুক অসিয়ত করে যান মৃত্যু হলে তাকে যেন পারিবারিক কবরস্থানে তাঁর বাবা আজগার হোসেন পাঠানের কবরের পাশে দাফন করা হয়। সেই অসিয়ত অনুযায়ী চিত্রনায়ক ফারুককে তার বাবার পাশেই কবর দেওয়া হয়।
এর আগে আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিত্রনায়ক ফারুকের মরদেহ তার পৈতৃক ভিটায় আনা হয়। সেখানে এলাকার সব শ্রেণি-পেশার মানুষ প্রিয় নায়কের প্রতি শ্রদ্ধা জানান। পরে এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার দেওয়া হয়। রাত ৯টায় সোমটিওরী কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, চিত্রনায়ক ফারুক গতকাল সোমবার (১৫ মে) স্থানীয় সময় সকাল ১০টার দিকে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী ফারজানা পাঠান, কন্যা ফারিহা তাবাসসুম পাঠান ও ছেলে রওশন হোসেনসহ বহু আত্মীয়-স্বজন এবং গুণাগ্রাহী রেখে গেছেন।