জাহানারা বুলা।
মূলত, তোমাদের কাউকেই ভালোবাসি না আমি,
যাকে বাসি সে অন্য কেউ,
তাকে না পাওয়ার অন্তরালে
যে বেদনার বিমূর্ত ছবি আঁকছে জলকলমে
সেই বলে দিচ্ছে – একে, তাকে ভালোবাসার মিথ্যে সংলাপে ভরিয়ে দিতে।
ধরে নাও ভালো থাকার এ এক অভিনব কৌশল –
সমৃদ্ধশালী হয়ে বেঁচে থাকা!
আমাকে বা আমার কথিত “ভালোবাসি”কে
বিশ্বাস করো কেন,
ভালোবাসা কি বারোয়ারী হয়?