জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে ব্রিটেনের দ্বিতীয় নগরী বার্মিংহামে মুক্তিযুদ্ধের পক্ষের নেতৃত্বদানকারী বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সংস্কৃতিক, সাংবাদিক ও ক্রীড়া সংগঠন নিয়ে এক প্রস্তুতি সভা যুক্তরাজ্য আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও দেশ ফাউন্ডেশন ইউকের ফাউন্ডার চেয়ারম্যান মিসবাউর রহমানের পরিচালনায় অনুষ্টিত হয়!
পহেলা মার্চ রবিবার বেলা ১ ঘটিকায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্ম শত বার্ষিকী উপলক্ষে এক নাগরিক সভা স্থানীয় পানসি রেস্টুরেন্টে অনুষ্টিত হয়েছে ৷
উল্লেখযোগ্য সংখ্যক নাগরিকবৃন্দের উপস্থিত ও মতামতের ভিত্তিতে ফয়জুর রহমান চৌধুরী এমবিই-কে আহবায়ক, যুগ্ম আহ্বায়ক কাউন্সিলর সাদেক মিয়া সমসু, কমরেড মসুদ আহমদ, মোহাম্মদ জুনেদুর রহমান (জুনেদ), কায়সার আহমেদ এবং সদস্য সচিব মিসবাউর রহমান মিসবা, সদস্য কবির উদ্দিন, ডাঃ আব্দুল খালেক, চলচ্চিত্রকার মকবুল চৌধুরী, ম আ কাদির, কামাল আহমদ, সাংবাদিক আমিরুল ইসলাম বেলাল, এলাহি হক সেলু, সোহেল আহমেদ চৌধুরী, সিরাজুল ইসলাম তছলু, এম এ মুন্তাকিম, ওয়াসিমুজ্জামান, লিটন চৌধুরী, মিসেস খালিক, নাজমা বেগম, আইনজীবী আবদুল্লাহ আল মামুন, দুলু মিয়া, আশিক মিয়া, মঈন চৌধুরী কে নিয়ে ‘বার্মিংহাম মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন নাগরিক কমিটি’গঠন করা হয়।
সভায় বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী উদযাপনের লক্ষে বক্তারা বঙ্গবন্ধুকে দলের ভিতর থেকে বের করে সার্বজনীন ভাবে উপস্থাপন সহ ব্রিটেনের মূলধারায় বঙ্গবন্ধুকে সঠিক ভাবে উপস্থাপন করা সহ প্রয়োজনে মুজিব ফেস্টিবল, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্টানের মাধ্যমে মুজিব শত বর্ষ পালনে মতামত ব্যক্ত করেন।
নব গঠিত আহবায়ক কমিটি আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন পালনের সিদ্ধান্ত গ্রহণ করা সহ সকলের সহযোগিতা ও মুক্তিযোদ্বের পক্ষের সকল শক্তির অংশ গ্রহণ করার আহ্বান করেন। সূত্র:সাহিদুর রহমান সুহেল।