নতুন কোচ হিসেবে রোনাল্ড কোম্যানকে নিয়োগ দিয়েছে বার্সেলোনা। বুধবার অফিশিয়াল বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে কাতালান ক্লাবটি।
গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ভরাডুবির পর বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৮-২ গোলে হারের লজ্জায় পুড়ে বার্সা। যার ফলে চাকরি হারান কোচ কিকে সেতিয়েন। এরপর থেকেই বার্সার নতুন কোচ হিসেবে রোনাল্ড কোম্যানের নাম উচ্চারিত হচ্ছিল জোরেশোরে। বলতে গেলে সব চূড়ান্তই ছিল। কেবল আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা ছিল।
নেদারল্যান্ডস জাতীয় দলের দায়িত্ব ছেড়ে দুই বছরের চুক্তিতে বার্সায় যোগ দিচ্ছেন কোম্যান। ৫৭ বছর বয়সি সাবেক এই ডাচ ফুটবলার ১৯৮৯ থেকে ১৯৯৫ পর্যন্ত বার্সায় খেলেছেন। ইয়োহান ক্রুইফ কোচ থাকাকালীন বার্সেলোনার বিখ্যাত ‘ড্রিম টিম’ এর গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।
কোম্যানের কোচিং ক্যারিয়ার শুরু হয় বার্সেলোনার সহকারী কোচ হিসেবে। পরে আয়াক্স, বেনফিকা, ভ্যালেন্সিয়া, সাউদাম্পটন, এভারটনের মতো ক্লাবের প্রধান কোচ ছিলেন। ২০১৮ সাল থেকে দুই বছর নিজ দেশ নেদারল্যান্ডসের ডাগ আউট সামলেছেন।