চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বিএম কনটেইনার ডিপোতে অগ্নিদুর্ঘটনায় নিহতের সংখ্যা ৪১ জন বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান।
সোমবার (৬ জুন) দুপুরে হাসপাতালে প্রেস ব্রিফিংয়ে তিনি এমন তথ্য জানান। তবে রোববার (৫ জুন) সন্ধ্যায় জেলা প্রশাসন ও সিভিল সার্জন নিহতের সংখ্যা বেড়ে ৪৯-এ দাঁড়ায় বলে জানিয়েছিলেন। যা গণমাধ্যমে প্রকাশিত হয়।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বলেন, ‘কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও কেমিক্যাল বিস্ফোরণের ঘটনায় আমরা এখন পর্যন্ত ৪১টি মরদেহ রিসিভ করেছি। তাই এই ঘটনায় নিহত মানুষের সংখ্যা ৪১ জন।’
পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেনও মৃতের সংখ্যা ৪১ জন বলে জানিয়েছেন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।
সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে শনিবার (৪ জুন) রাতে আগুন লাগে। পরে সেখানে থাকা কেমিক্যাল কনটেইনারে একের পর এক বিস্ফোরণ ঘটতে থাকে। সেই আগুন পুরোপুরি নিভে যায়নি।