বৈদেশিক মুদ্রা স্বল্পমেয়াদী বাণিজ্যিক অর্থায়নের সুদহার পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এতে ডলারের বাণিজ্যিক অর্থায়নে আগের চেয়ে দশমিক ৫০ শতাংশ বেশি সুদ পাবে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
সার্কুলার অনুযায়ী, বৈদেশিক মুদ্রায় স্বল্পমেয়াদী আমদানি-রপ্তানি অর্থায়নের সুদের হার পুনঃনির্ধারণ করা হয়েছে। এখন থেকে মুদ্রার বেঞ্চমার্ক রেটের সঙ্গে সাড়ে ৩ শতাংশ যুক্ত করে বার্ষিক সুদের হার নির্ধারণ করতে হবে।
বেঞ্চমার্ক রেট বলতে- লন্ডন ইন্টার ব্যাংক অফার রেট (লাইবর), ইউএস ডলারের বেঞ্চমার্ক রেট এসওএফআর, ইউরোর বেঞ্চমার্ক রেট ইউরোবরের মতো দরকে বোঝায়।
এর আগে, গত ১৬ আগস্ট সুদহার কমানো হয়েছিল। তখন বেঞ্চমার্ক রেটের সাথে ৩ শতাংশ যুক্ত করে এ হার নির্ধারণ করা হয়। যা আজকে পর্যন্ত ওই রেট বহাল ছিল। এখন এটি দশমিক ৫০ শতাংশ বাড়ানো হয়েছে।
জানা গেছে, এখন বেঞ্চমার্ক রেফারেন্স রেট গড় ২ দশমিক ৪০ শতাংশ। বৈদেশিক মুদ্রায় স্বল্পমেয়াদী আমদানি-রপ্তানির সময় অর্থায়নে এই রেটের সঙ্গে সাড়ে ৩ শতাংশ সুদ যোগ হবে।